ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের ৬ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২১, ১৩ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে নিখোঁজের ৬ ঘণ্টা পর মো. হাসান প্রকাশ বড় ভাই (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার দুপুর ১টার দিকে হাজীপুর ৭নং ওয়ার্ড কালা মিয়ার পোলের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মো. হাসান প্রকাশ বড় ভাই ওই গ্রামের মন্নান মেম্বারের বাড়ির আবদুস সোবহানের ছেলে। তিনি ৩ সন্তানের জনক। প্রাথমিকভাবে জানা গেছে, তাল কুড়াতে গিয়ে খালের পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ফজর নামাজ পড়ে বাড়ি থেকে বের হন হাসান। পরে সকালের কোনো একসময় বাড়ির সামনের তাল গাছের নিচে তাল কুড়াতে যান তিনি। তাল নিতে গিয়ে পা পিছলে খালের পানিতে পড়ে ডুবে যান তিনি। দুপুর ১টার দিকে হাসানের মৃতদেহ কালা মিয়ার পোলের নিচে স্থানীয় জেলেদের জালে আটকে থাকতে দেখেন পথচারীরা। 

খালে পানির প্রচণ্ড স্রোত থাকায় বিষয়টি চৌমুহনী ফায়ার সার্ভিসকে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আজিম মির্জা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের লোকজনের তথ্য মতে, খালের পাড়ে তাল কুড়াতে গিয়ে হাসান পানিতে পড়ে যায়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। বিকেল ৪টায় জানাজার নামাজ শেষে নিহতের মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, মৃত ব্যক্তির পরিবারের লোকজন ঘটনাটি দুর্ঘটনা দাবি করে থানায় কোনো অভিযোগ করেনি। তাই মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি