ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যৌন হয়রানির প্রতিবাদ করায় কলেজছাত্রীর বাবাকে ছুরিকাঘাত

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১০:২২, ১৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

রাজশাহী নগরীর মেহেরচন্ডী এলাকায় যৌন হয়রানির প্রতিবাদ করায় কলেজছাত্রীর বাবাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করেছে বখাটেরা।

বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় শুক্রবার রাতে এ ঘটনায় আহত ওই ছাত্রীর বাবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) হাসপাতালে যৌন হয়রানির শিকার ওই কলেজছাত্রী জানান, বেশ কিছুদিন ধরে একই এলাকার কয়েকজন বখাটে যুবক রাস্তায় আমাকে আজে বাজে কথা বলে আসছিল। শুক্রবার রাতে বাবা-মার সঙ্গে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে বাড়ি ফেরার পথে বখাটেরা আমাকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলে।

এ সময় প্রতিবাদ করলে বখাটেরা হামলা করে বাবাকে পিটিয়ে জখম করে। তারা বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে এবং ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বাবার মাথা ও শরীরে ১৬টি শেলাই লেগেছে, জানান ওই ছাত্রী।

মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি