ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নৈশপ্রহরীকে হত্যার পর ব্যাটারির দোকানে ডাকাতি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ১৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

যশোরের ঝিকরগাছায় আব্দুস সামাদ (৭০) নামের এক নৈশপ্রহরীকে হত্যার পর ব্যাটারির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (১৪ আগস্ট) ভোরে ঝিকরগাছা বাজারের রাজাপট্রিতে এ ঘটনা ঘটে। নিহত সামাদ ঝিকরগাছার বেড়েলা গ্রামের মৃত তুরফান মোড়লের ছেলে।

ঝিকরগাছা থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে ঝিকরগাছা বাজারের রাজাপট্রিতে পিকআপ নিয়ে হানা দেয় ৮-১০ জনের একদল ডাকাত। অস্ত্রের মুখে বাজারের চারজন নৈশপ্রহরীর হাত-পা-মুখ গামছা ও স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে তারা। 

এ সময় ডাকাতদের আঘাত ও শ্বাসরোধে নৈশপ্রহরী সামাদের মৃত্যু হয়।

এরপর ডাকাতরা ঝিকরগাছা অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কসপের তালা কেটে অন্তত ২৫টি হ্যামকো ব্যাটারি (ট্রাক ও আইপিএসে ব্যাটারি) লুট করে নিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নৈশপ্রহরী সামাদের মরদেহ উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি ডাকাত দলে চারজন ছিল। তারা নৈশপ্রহরীদের বেঁধে একটি দোকান থেকে আড়াই লাখ টাকা মূল্যের ২৩টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় হত্যা ও ডাকাতি মামলা করার প্রক্রিয়া চলছে। 

আসামিদের আটকের জন্য র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান চলছে। তার মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি সুমন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি