ভোলায় নিন্মাঞ্চল প্লাবিত, পানিবন্দি ৩০ হাজার মানুষ
প্রকাশিত : ১৭:৫৭, ১৪ আগস্ট ২০২২ | আপডেট: ১৮:০০, ১৪ আগস্ট ২০২২
সাগরে নিন্ম চাপের প্রভাবে আবারও উপকূলীয় দ্বীপজেলা ভোলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। রোববার মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর ফলে ভোলার সদর উপজেলা, মনপুরা ও চরফ্যাশন উপজেলার অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৩০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে সকাল বিকেল দুই বেলা ভাসছে ওই সব এলাকার মানুষ। জোয়ার এলেই ৩/৪ ফুট পানিতে মানুষ পানি বন্দি হয়ে পড়ে। পানিতে নষ্ট হয়েছে ফসলের ক্ষেত। রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্যা পুকুরে মাছ ভেসে গেছে। ওইসব এলাকার মানুষের দুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে।
গত ৫ দিন ধরে জোয়ারের পানিতে বন্দি অবস্থায় মানুষ দুর্বিষহ অবস্থার রয়েছে বলে জানান এই এলাকার মানুষ। জলাবদ্ধতার কারণে অনেকেই রান্না করতে পারেনি।
ভোলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ভোলায় মেঘনা নদীর পানি বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাহিত হয়েছে। তবে কোথাও বেড়ি বাঁধ ভেঙে পানি প্রবেশের ঘটনা ঘটেনি।
কেআই//
আরও পড়ুন