ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৫ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩১, ১৪ আগস্ট ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জের দাথিয়াদিগরে যাত্রী বাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। পরে নিহতের লাশ উদ্ধার ও আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলী (৩৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া বাগন্দা এলাকার সুরত আলীর ছেলে। 
 
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম ও স্থানীয়রা জানান, নওগাঁ থেকে ঢাকা গামী ভিআইপি পরিবহনের ১টি যাত্রী বাহী বাস সিরাজগঞ্জের হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের দাথিয়াদিগরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে উভয় গাড়ির ৬ জনের মত আহত হলে তাদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ট্রাক চালক মারা যান। 

এঘটনার পর রাস্তার দু'পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি