ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় পানিতে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৫, ১৫ আগস্ট ২০২২ | আপডেট: ০৮:৫৬, ১৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর সাপাহারে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওমর আলী (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওমর আলী ওই গ্রামের জামাল হোসেনের ছেলে ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

সাপাহার থানার ওসি আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় তারা কোনো অভিযোগ পাননি।

জামাল হোসেনের প্রতিবেশী আব্দুর রহিম জানান, বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় ওমর। কিছু পরে ওই পুকুরে গোসল করতে নামেন একই গ্রামের জাহিদ নামের এক ব্যক্তি। এ সময় তার পায়ে কিছু একটা বাঁধে। সে পানিতে ডুব দিয়ে দেখতে পায় একটি মানুষ ডুবে আছে। 

জাহিদ ভয় পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসেন পুকুর পাড়ে। 

পরে ওমর আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি