ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১১ ঘণ্টা পর গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৩, ১৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরে দ্রুতযান এক্সপ্রেস লাইনচ্যুত ঘটনার ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গেল রাত সোয়া নয়টায় ঢাকা-জয়দেবপুর রেল রুটের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী ট্রেনটির চারটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন আনা হয়। সোমবার সকাল ৮টায় উদ্ধার কার্য সম্পন্ন হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির ঘ, ঙ, চ ও ছ বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ‘চ’ বগি রেল লাইন থেকে উল্টে পাশে কাত হয়ে পড়ে যায়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী ও ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

এ সময় ট্রেন থেকে হুড়াহুড়ি করে নামতে গিয়ে ১২ জন আহত হয়েছেন। 

আহতরা হলেন শান্তু নূর (২০), মেহেদী হাসান (২২), ইজাজ নাকিব নূর (১৭), আহসান হাবিব (২০), ফাহিম (১৯), সামি (২০), জাকিয়া সুলতানা (২৩), রোকেয়া (১৯) এবং মল্লিকা ঘোষকে (২৫)। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে জাকিয়া, রোকেয়া ও ফাহিমকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার কুদরাতি খোদা জানান, এই ঘটনায় রেল বিভাগের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি