ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে জাতীয় শোক দিবস পালন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০২, ১৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। 

সোমবার (১৫ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জয়বাংলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুখ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এছাড়া জেলার সকল উপজেলা ও পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ হাজারো জনতা। 

তাছাড়া দিনব্যাপী বিভিন্ন স্কুল-কলেজসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হবে দিবসটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি