ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, ৫ ছাত্র বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ১৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ক্লাস ফাঁকি দিয়ে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় বাজার ও দোকানে আড্ডা দেওয়ায় পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

রোববার দুপুরে বিদ্যালয়র প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশে বলা হয়, বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকর অবগতির জন্য জানানা যাচ্ছে যে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন সময়ে বাজার আড্ডা দেওয়া, হোটেলে খাওয়া ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচ ছাত্রকে ১৪ আগস্ট ২০২২ তারিখ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে বিদ্যালয়ের অন্য ছাত্রছাত্রীদর সতর্কও করা হলো।

বহিষ্কৃত শিক্ষার্থীরা রাজগঞ্জ ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণির ছাত্র।

বিদ্যালয়র একাধিক সূত্র জানায়, বেগমগঞ্জ উপজলার গ্রামীণ পর্যায়ের বিদ্যালয়গুলোর মধ্যে লেখাপড়ায় বেশ এগিয়ে রাজগঞ্জ ইউনিয়ন উচ্চবিদ্যালয়টি। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রণি পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে এ বিদ্যালয়ে। অনক বড় ক্যাম্পাস, প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মত। খেলাধূলার সুযোগও রয়েছে। 

কিন্তু ইদানিং বিদ্যালয়ের ছাত্ররা বাড়ি থেকে ক্লাসের নাম করে এসে বাহির আড্ডা দেয়। ক্লাস চলাকালীন তারা বাজার চায়ের দোকানে বসে থাকে। এমন বেশ কিছু অভিযাগ ইতিমধ্যে শিক্ষকদের নজরে আসে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মা. জসিম উদ্দিন ছাত্রদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের সময়িকভাব বহিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বার্তা দেওয়া হলো। যাতে করে ক্লাস চলাকালীন সময় অন্যরা আর এমন কাজ না করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি