ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

বরগুনায় জাতীয় শোক দিবস পালিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪, ১৫ আগস্ট ২০২২

প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মোনাজাত, শোক র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বরগুনায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক।

এছাড়া শ্রদ্ধা জানান বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, বরগুনা প্রেসক্লাব এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংগঠনের প্রধানগণ। 

জেলা প্রশাসনের আয়োজনে বরগুনায় দিবসটি পালিত হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি