ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশুগঞ্জের মোকামে ক্রমেই বাড়ছে ধান-চালের দাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০১, ১৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামে ক্রমেই বাড়ছে ধানের দাম। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চালের দামও। এক সপ্তাহের ব্যবধানে এই হাটে ধানের দাম মণ প্রতি বেড়েছে প্রায় ১০০ টাকা। আর পাইকারি বাজারে চালের দর বেড়েছে ১০০-১৫০ টাকা। 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবেই ধান-চালের দাম বাড়ার কথা বলছেন ব্যবসায়ীরা। 

জানা যায়, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটসহ অন্তত সাত জেলা থেকে ধান আসে আশুগঞ্জ মোকামে। এই হাটে অধিকাংশ ব্যাপারীরা নদী পথে ইঞ্জিন চালিত নৌকা-ট্রলারযোগে ও সড়ক পথে ট্রাকে ধান নিয়ে আসেন। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এসব যানবাহনে ভাড়াও বাড়ানো হয়েছে। এর ফলে ধান-চালের তৈরিতে উৎপাদন খরচ বেড়েছে। আর সেই খরচ মেটাতে গিয়ে বাড়ানো হয়েছে ধান-চালের দাম। 

বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় বিআর-২৮ জাতের চাল প্রতি বস্তা (৫০ কেজি) পাইকারি বিক্রি হচ্ছে ২৬০০ টাকা এবং বিআর-২৯ চাল বিক্রি হচ্ছে ২৫৫০ টাকায়। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আগে বিআর-২৮ চাল প্রতি বস্তা বিক্রি হয়েছে ২৪৫০ টাকা এবং বিআর-২৯ চাল বিক্রি হয়েছিল ২৪০০ টাকা বস্তা। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ আগস্ট জ্বালানি তেলের নতুন দর কার্যকর হওয়ার দিন থেকেই ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক দেয় আশুগঞ্জের ট্রাক মালিক-শ্রমিকরা। ফলে টানা ৩ দিন মোকামে ধান বেচাকেনা বন্ধ থাকে। এতে ধান সংকটে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ২৫০ চালকল। বাধ্য হয়ে ট্রাক মালিক-শ্রমিকদের দাবি মেনে মোকাম থেকে ধান পরিবহনে এলাকা ভেদে বস্তা প্রতি ভাড়া বাড়ানো হয় দেড় থেকে দুই টাকা পর্যন্ত। 

এদিকে ভাড়া বাড়ানোর প্রভাব চালের বাজারে পড়বে এমন সতর্কবার্তা আগেই দিয়েছিলেন চালকল মালিকরা। ট্রাকের ভাড়া বাড়ানোর পর এবার আশুগঞ্জ মোকামে আসা ধানবোঝাই নৌকার ভাড়াও বস্তা প্রতি ১০-২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর প্রভাব পড়েছে ধানের বাজারে। 

ধান বেপারী সেলিম মিয়া জানান, দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে ধান কিনে এনে আশুগঞ্জ মোকামে বিক্রি করেন। নৌকায় করে তিনি ধান আনেন মোকামে। আগে কিশোরগঞ্জ থেকে মোকামে প্রতি বস্তা ধান পরিবহনের জন্য ভাড়া ছিল ৪০ টাকা। এখন সেটি ৬০ টাকা করা হয়েছে। ফলে ধানের দামও কিছুটা বেড়েছে। 

চাল ব্যবসায়ী মোঃ ওবায়দুল্লাহ জানান, ট্রাক ও নৌকার ভাড়া বাড়ার ফলে স্বাভাবিকভাবেই চালের বাজারে প্রভাব পড়েছে। সব ধরনের চালে দাম বেড়েছে ১০০-১৫০ টাকা পর্যন্ত। এ অবস্থায় যদি চাল আমদানি বাড়ে, তাহলে হয়তো চালের বাজার স্থিতিশীল হতে পারে। 

এ ব্যাপারে আশুগঞ্জ অটোরাইস মিল মালিক সমিতির সদস্য হাসান ইমরান জানান, ধর্মঘটের কারণে ট্রাকের ভাড়া বাড়ানোর সময়ই বলা হয়েছিল যে, এর প্রভাব চালের বাজারে পড়বে। যদি জ্বালানি তেলের দাম না কমে, তাহলে ধান-চালের বাজার দর কমবে বলে মনে হচ্ছে না। বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি