ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

শোক দিবসে নেত্রকোনায় চিরন্তনের বিনামূল্যে চিকিৎসাসেবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ১৫ আগস্ট ২০২২ | আপডেট: ১৬:২১, ১৫ আগস্ট ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্নাত্যদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে ‘চিরন্তন সমাজ কল্যাণ সংস্থা’।

সোমবার (১৫ আগস্ট) সকাল থেকেই দিনব্যাপী নেত্রকোনার কলমাকান্দা লেংগুরা উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। 

চিরন্তনের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ মানুষকে শিশু রোগ, গাইনি ও অর্থোপেডিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং মেডিসিন দেয়া হয়। এছাড়া ডায়াবেটিক পরীক্ষা ও পরীক্ষার যন্ত্রসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। 

ফ্রি মেডিকেল ক্যাম্প প্রসঙ্গে সংগঠনের সভাপতি পীযূশ কান্তি সরকার বলেন, ‘এটি সামাজিক দায়বদ্ধতা, সকলের এই সেবামূলক কাজে এগিয়ে আসা উচিত।’

সংগঠনের সদস্যরা জানান, ‘ভবিষৎতে প্রতিটি জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবে চিরন্তন সমাজ কল্যাণ সংস্থা।’

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজামাল, কোষাধ্যক্ষ জাহিদুর ইসলাম প্রমুখ।

এএইচএস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি