ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্বামীকে খুঁজতে বের হয়ে লাশ হলেন স্ত্রী, খালে মিলল মৃতদেহ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ১৫ আগস্ট ২০২২ | আপডেট: ১৪:৩২, ১৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ায় খালের পানিতে ভাসমান আয়েশা বেগম (১৮) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকায় রেজুখালে পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ সোনার পাড়া গ্রামের ঝাউবাগান এলাকার জসিম উদ্দীনের স্ত্রী।

গৃহবধূর শ্বশুর ফজল আহমদের বরাত দিয়ে স্থানীয় মোক্তার আহমদ জানান, রোববার রাত ৮টার দিকে স্বামী জসিম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে রাত ৩টার দিকে স্বামীর খোঁজে নিহত গৃহবধূ আয়েশা বেগম বের হন। সোমবার সকালে স্থানীয় জেলেরা সোনারপাড়াস্থ রেজুখালের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ও সিআইডি পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

কি কারণে তার মৃত্যু হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি