ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার ১ 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৭, ১৫ আগস্ট ২০২২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছে এক যুবক। তাঁর নাম আব্দুল্লাহ আল মারুফ। সে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা সদর এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সোমবার দুপুরে সৈকতের কলাতলী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। এসময় শাওন নামে অপর এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।  

বীচ কর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন জানান, মারুফ, মাসুম ও শাওন তারা তিন বন্ধু গতকাল রোববার গাজীপুরের কাপাসিয়া থেকে কক্সবাজার বেড়াতে এসে হোটেল এম্বাসেডরে উঠেন। সোমবার দুপুর ২টার দিকে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায় মারুফ ও শাওন। পরে  সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় শাওনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।

তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে গোসল করতে নামা মারুফ এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে লাইফ গার্ড ও বীচ কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি