ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

গৃহবধূকে মাথা থেঁতলে হত্যা, স্বামী আটক

নারায়ণঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৯, ১৬ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ফারজানা নামে এক গৃহবধূকে পুতা দিয়ে মুখ ও মাথায় থেঁতলে হত্যা করেছে স্বামী। এ সময় স্বামী রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। 

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে সদর উপজেলার পশ্চিম রসুলপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত ফারজানা এলাকার নুর নবীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার রুবেলের সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয় ফারজানার। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এনিয়ে একাধিকবার স্থানীয় বিচার শালিসও হয়। সবশেষ সোমবারও বসে বিচার শালিস। আজ ভোরে আবারও তাদের মধ্যে ঝগড়া হলে পুতা দিয়ে স্ত্রীর মুখ ও মাথায় আঘাত করে রুবেল। 

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল খান জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি