ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৯, ১৬ আগস্ট ২০২২

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। 

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ৯টার দিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছায়। পরে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে শরণার্থীদের রেজিষ্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ-দ্দৌজা নয়ন জানান, শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে মিশেল ব্যাচেলেট ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএম-এর চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। 

এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষ রোপণ কার্যক্রম এবং এর স্বেচ্ছাসেবকদের সাথেও কথা বলেন তিনি। 

দুপুরে কক্সবাজার শহরে ফিরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ সরকারের শরণার্থী ব্যবস্থপনায় নিয়োজিত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার।

এর আগে সোমবার সন্ধ্যায় হাইকমিশনার মিশেল ব্যাচলেট কক্সবাজারে আসেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাবেক এই প্রেসিডেন্টের প্রথমবার বাংলাদেশ সফর।

প্রসঙ্গত চারদিনের সফরে রোববার ঢাকায় এসে পৌঁছান ব্যাচেলেট। সেদিন রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনসহ মন্ত্রিসভার একাধিক সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি।

কক্সবাজার সফর শেষে আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি