ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মেঘনায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ১৬ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে রোববার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে জাহিদুল আলম মেহেদী (১৮) নিখোঁজ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসসহ এলাকাবাসী উদ্ধার অভিযান পরিচালনা করেও ওই কিশোরের খোঁজ পায়নি। 

জাহিদুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের মজলিস গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার কুনারপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় রোববার দুপুর ২টার দিকে ৮ জন কিশোর মেঘনা নদীতে গোসল করতে নামে। তারা সাঁতার কেটে নদীর দূরবর্তী স্থানে চলে যায়। অন্যরা তীরে আসলেও জাহিদুল পানিতে তলিয়ে যায়। 

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের চেষ্টার পরও নিখোঁজের সন্ধান পায়নি।

সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ হাফিজুর রহমান বলেন, নিখোঁজ কিশোরের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। লাশ থানা থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি