ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সুবর্ণচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ১৬ আগস্ট ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ও চর আমান উল্যাহ ইউনিয়নে পানিতে ডুবে রেজউল করিম (৬) এবং নুসরাত জাহান (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পৃথকস্থানের দুটি পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকালের কোন একসময় বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে ঘর থেকে বের হয় তারা। সন্ধ্যার আগের তাদের দেখতে না পেয়ে পারিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি করতে থাকেন। এর একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পৃথক দুটি পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি