ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে কলোনিতে আগুন, পুড়লো ১৯ ঘর    

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫২, ১৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনির ১৯টি ঘর আগুনে পুড়ে গেছে। এসময় ঘরে থাকা অন্যান্য মালামালও আগুনে পুড়ে যায়।  

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে শ্রীপুরের কেওয়া এলাকায় একটি কলোনির উত্তর পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে শ্রীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান জানায়, সন্ধ্যায় হঠাৎ করে শ্রীপুরের কেওয়া এলাকায় একটি কলোনির উত্তর পাশে আগুনের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যে আগুন পাশে থাকা অনন্য ঘরেও ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করলে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্টসার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি