ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনা ঘটনায় আরও ৫ পুলিশকে প্রত্যাহার 

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:০০, ১৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

বরগুনায় ছাত্রলীগের নেতা কর্মীদের উপর অতর্কিত পুলিশেরে লাঠি চার্জের ঘটনায় আরও ৫ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে ভোলা ও পিরোজপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা পুলিশ লাইনের আর ওয়ান। তিনি বলেন, “প্রত্যাহার হওয়া ৫ পুলিশের মধ্যে লাইনের ১ জন, ডিবি পুলিশের ২ জন এবং সদর থানার ২ জন ছিলেন।”

এর আগেই ১৫ আগষ্ট ছাত্রলীগের নেতাকর্মীদের উপর অতর্কিত পুলিশেরে লাঠি চার্জের ঘটনায় নেতৃত্ব দেওয়া পুলিশ অফিসার এডিসনাল এসপি মহরম আলীকে মঙ্গলবার প্রত্যহার করা হয়েছে। 

এরপর ওই ঘটনার সঙ্গে সংপৃক্ত থাকার কারণে রাতে আরও ৫ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে ভোলা ও পিরোজপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি