ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

পিরোজপুরে ভ্রুণ হত্যার অভিযোগে মামলা, গ্রেফতার ৩ 

পিরোজপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২৮, ১৭ আগস্ট ২০২২ | আপডেট: ১০:৪২, ১৭ আগস্ট ২০২২

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অমানুষিক নির্যাতনে গর্ভের পাঁচ মাসের সন্তান হত্যার অভিযোগে মামলা হয়েছে। 

মঙ্গলবার (১৬ আগস্ট) মামলার ৩ নারী আসামী কহিনুর বেগম, সোনিয়া বেগম ও আকলিমা বেগম মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরন করে। 

এর আগে সোমবার (১৫ আগস্ট) ভূক্তভোগী গুরুতর আহত হালিমা বেগমের (২৭) বোন ফাতিমা বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানার প্রতিপক্ষ ৬ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেন।

ভূক্তভোগী হালিমা বেগম উপজেলার মধ্য তুষখালী গ্রামের আঃ ছত্তারের মেয়ে ও একই গ্রামের মনির হোসেনের স্ত্রী। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত হালিমা বেগম ও তার বোন ফাতিমা বেগম ওই গ্রামের জমি কিনে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। হালিমার স্বামী ফেনী শহরে দিনমজুরের কাজ করেন।

এদিকে প্রতিপক্ষ রহমান গংরা ওই দুই বোনকে উৎখাত করার জন্য বিভিন্ন সময় পায়তারা চালিয়ে আসছিল। এ ঘটনায় একাধিক মামলাও চলমান রয়েছে। 

এরমধ্যেই গত সোমবার (৮ আগস্ট) এ জমি সংক্রান্ত বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্বা হালিমা বেগমকে রহমান ও তার সঙ্গের লোকজন এলোপাথাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় তার পেটে একাধিক লাথি মারে। সেসময় হালিমা বেগমকে বাঁচাতে এসে বেশ কয়েকজন আহত হয়েছে। 

সংবাদ পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ গুরুতর আহত হালিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

এই প্রসঙ্গে মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, গর্ভের সন্তান (ভ্রুন) হত্যার অভিযোগে মামলায় আদালত ৩ জনকে কারাগারে পাঠিয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি