ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে রকেট এজেন্টকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৪, ১৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর এলাকায় রকেট এজেন্টকে কুপিয়ে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রকেট ব্যাংকিং এজেন্ট শাহেদ শরীফকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২ টার দিকে  কাশিমপুরের এনায়েতপুর  এলাকায় এ ঘটনা ঘটে ।

পুলিশ জানায়, রকেটের এজেন্ট সাহেদ শরীফ তার অপর এক সহকর্মীকে নিয়ে সকাল থেকে গাজীপুরের কাশিপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন এজেন্টের দোকান থেকে টাকা কালেকশন করেন।

সেখান থেকে একটি অটোরিকশায় তারা জিরানীর দিকে যাচ্ছিলেন।  এনায়েতপুর এলাকায় পৌছালে তাদের অটোরিকশাটির গতিরোধ করে দুইটি মোটরসাইকেল। পরে রকেটের কর্মীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগটি লুট করার চেষ্টা করে তারা।

এ সময়ে সাহেদ শরীফ ব্যাগটি দিতে না চাইলে তার হাতে ও পায়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে টাকার ব্যাগটি লুট করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে ভর্তি করে। 

এ প্রসঙ্গে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত  টাকা উদ্ধারে পুলিশের অভিযান শুরু করেছে।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি