ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

ভোলায় ডিজেল পাচার করতে গিয়ে আটক ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ১৭ আগস্ট ২০২২

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে একটি কার্গো থেকে ডিজেল পাচারকালে পাঁচ চোরাকারবারিকে আটক করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুই ড্রামভর্তি প্রায় ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়। 

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড।

এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ ডিজেলসহ পাঁচ চোরাকারবারিকে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি