ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫০, ১৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আব্দুল্লাহ আল মারুফের মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে লাইফগার্ড ও বীচকর্মীরা।

বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সমুদ্রের সুগন্ধ্যা চ্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মারুফ (২৪) গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। 

বিষয়টি নিশ্চিত করেছেন বীচকর্মী সুপারভাইজার বেলাল উদ্দিন। তিনি জানান, গেল ১৫ আগস্ট দুপুর দেড়টার দিকে কলাতলী পয়েন্ট থেকে নিখোঁজ হয় মারুফ। তারপর থেকে অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মিলছিল না। বুধবার সাড়ে ১২টার দিকে তার মরদেহ দেখতে পায় উদ্ধারকারী দল। 

তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি