ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ১৭ আগস্ট ২০২২

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে কলা বোঝাই চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে দুইজন নিহত হয়েছে।

বুধবার সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াস আলী (৪৫) এবং শ্রমিক অনন্ত ত্রিপুরা (৪০)।

নিহত ইলিয়াছ আলীর বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় এবং শ্রমিক অনন্ত ত্রিপুরার বাড়ি সাজেকের মাচালং এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাচালং বাজার থেকে একটি চাঁদের গাড়ি কলা বোঝাই করে বাঘাইহাটে আসার পথে সাজেক ইউনিয়নের নাঙ্গলমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়ি চালক পালিয়ে গেছে। 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি