ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২১:১২, ১৭ আগস্ট ২০২২

নাটোরের লালপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের কৃষ্ণ রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

শিশু দুটি হলো উপজেলার সাজেদুল ইসলামের ছেলে আলিফ(৪) এবং একই বাড়ির শাহিনুরের ছেলে শানমশ(৩)। তারা পরস্পরের চাচাতো ভাই।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার বিকেল ৪টায় দিকে ওই দুই শিশু বাড়ির পুকুরের ঘাটে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। পরে সন্ধ্যার দিকে পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি