ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজারে ৩ দিনের ফুড ফেস্টিভ্যাল শুরু 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৭, ১৮ আগস্ট ২০২২

কক্সবাজারে শুরু হয়েছে তিনদিনের ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল। ‘ভারতীয় স্বাদ’ শিরোনামে ফুড ফেস্টিভ্যালটি উদ্বোধন করেন ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। 

বুধবার (১৭ আগস্ট) রাতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এরপর ১৪০ আইটেম খাবারের স্টল ঘুরে দেখেন এবং খাবার পরিবেশন করেন ডা. রাজীব রঞ্জন।

ইনানীতে অবস্থিত সী পার্ল বিচ রিসোর্ট ফেস্টিভ্যালের আয়োজন করে। 

ফেস্টিভ্যালের উদ্বোধনের সময় সহকারী হাইকমিশনার ছাড়াও সী পার্ল বীচ রিসোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

১৪০ আইটেমের মেন্যুতে সাজানো ফুড ফেস্টিভ্যালের বুফে ডিনার উপভোগ করা যাবে ২০ আগস্ট পর্যন্ত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি