ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ১৮ আগস্ট ২০২২

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সবুজ (৪২) ও নজরুল ইসলাম (৪৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাচ্চু নামের আরও একজন আহত হন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ছমিরমুন্সির হাটের হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সবুজ ও নজরুল ইসলাম নেত্রকোনা জেলার পূর্ব দৌলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছমিরমুন্সিরহাট এলাকার হাজী তবারক আলী সুপার মার্কেটের পাশে আয়েশা সিদ্দিকি বালিকা মাদ্রাসার ৫তলা ভবনের কাজ শুরু হওয়ার কথা ছিলো। ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষার জন্য সকাল থেকে নির্ধারিত স্থানে কাজ করছিলেন নির্মাণাধিন প্রতিষ্ঠানের কয়েকজন টেকনেশিয়ান ও শ্রমিক। 

কাজ করার সময় অসাবধানতাবসত একটি স্টিলের পাইপ ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান সবুজ ও নজরুল। ঘটনায় আহত বাচ্চুকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি