ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কোম্পানীগঞ্জে সাঁতার শিখতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৮, ১৮ আগস্ট ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে প্রীতম সূত্রধর নামের এক শিক্ষার্থী। সে বসুরহাট এএইচসি সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার দুপুরে বসুরহাট এএইচসি সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত প্রীতম সূত্রধর (১৮) বসুরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড়ের বাসিন্দা বসুরহাট বাজারের ব্যবসায়ী স্বপন সুত্রধরের বড় ছেলে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সঙ্গীদের সাথে প্রীতম তার বাসা সংলগ্ন স্কুলের পুকুরে গোসল করতে যায়। এসময় অন্যদের সাথে সেও সাঁতার কাটার চেষ্টা করে। এর এক পর্যায়ে পুকুরের মাঝ পথে গিয়ে প্রীতম ডুবে যায়। গোসল ও সাঁতার কাটতে আসা উপস্থিত সকলের শোর-চিৎকারে পুকুরের পানিতে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির কিছুক্ষণ পরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় জরুরি বিভাগে পরিক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক প্রীতমকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি