ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে ১৪ জেলেসহ ২ ট্রলার ডুবি

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৪, ১৮ আগস্ট ২০২২

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি সোহেল ও এফবি সুজন নামের দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বঙ্গোপসাগরের কুয়াকাটা বরাবর এ দুর্ঘটনা ঘটে। এসময় পার্শ্ববর্তী অন্য একটি ট্রলার ক্ষতিগ্রস্ত দুই ট্রলারের সকল জেলেকে উদ্ধারে সক্ষম হয়। 

উদ্ধারকৃত জেলে, ট্রলার মালিক সোহেল ও সুজনের বাড়ি পটুয়াখালীর মৌডুবী ইউনিয়নের নীচকাটা গ্রামে। 

আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে গেছে। এতে ওই ট্রলার মালিকদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার দুটি উদ্ধারের চেষ্টা চলছিল।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি