বৈরি আবহাওয়ার কারণে হাতিয়ায় নৌ-চলাচল বন্ধ
প্রকাশিত : ১২:৫৮, ১৯ আগস্ট ২০২২
মৌসুমী বায়ুর কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট’সহ সকল রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নৌ-যানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে নৌ-যান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন।
জানা গেছে, লঘুচাপের প্রভাবে হাতিয়ার মেঘনা ও পাশ্ববর্তী বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, চলছে ৩নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। ভোর থেকে উপজেলায় বৃষ্টি ও প্রচণ্ড বেগে বাতাস বইছে। একদিকে বৃষ্টি অন্যদিকে দমকা হাওয়ার কারনে নদী পারাপারে ঝুঁকি থাকায় সকাল থেকে সাময়িক ভাবে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লঘুচাপের কারনে উপকূলে বর্তমানে ৩নম্বর সর্তকতা সংকেত চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এমএম/
আরও পড়ুন