ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সোনাইমুড়ীতে গাড়ি চাপায় নারী নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ১৯ আগস্ট ২০২২

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত এক নারী (৪০) নিহত হয়েছে।  

শনিবার সকালে স্থানীয় নূর জাহান হাসপাতাল থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। 

এর আগে শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় সোনাইমুড়ী-ছাতারপাইয়া সড়কের ছড়াইল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজন তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই নারী মানসিক রোগী ছিল। গত কয়েকদিন ধরে ছাতারপাইয়া এলাকায় সে ঘোরাঘুরি করছিল। গভীর রাতের দিকে সড়কে হাঁটার সময় অজ্ঞাত কোনো গাড়ি ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। পরে পথচারীরা সড়কে মৃতদেহটি পড়ে থাকতে দেখে উদ্ধার করে সোনাইমুড়ী নূর জাহান হাসপাতালে নিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি