ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ১৯ আগস্ট ২০২২

গাজীপুরে পৃথক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে টঙ্গী রেলস্টেশনের কাছে এবং ভুরুলিয়া রেলগেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে গাজীপুরে টঙ্গী রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। অপর ঘটনায় গাজীপুরের ভুরুলিয়া রেলগেট এলাকায় সকালে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। 

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

জয়দেবপুর জংশন ফাঁড়ি ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, নিহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি