ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণ শ্রমিক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৭, ১৯ আগস্ট ২০২২

নিহতের স্বজনের আহাজারি

নিহতের স্বজনের আহাজারি

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শাকিল হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পৌর সদরের তালুকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

২৫ বছর বয়সী শাকিল হোসেন চাঁচকৈড় মধ্যমপাড়ার শবিদুল ইসলামে ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, শাকিল পৌর সদরের তালুকদার পাড়ায় একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল। একপর্যায়ে নির্মাণাধীন তিন তলায় বাঁশ বেয়ে ওঠার সময় বৈদ্যুতিক তারের স্পর্শে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি