ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৬, ২০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে আয়েশা বেগস (৪৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। 

শুক্রবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে সিংড়া-বামিহাল আঞ্চলিক সড়কের বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আয়শা উপজেলার পিপুলশন গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার আগে পিপুলসন গ্রামের আয়েশা বেগম তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে উপজেলার কলম গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে সিংড়া হয়ে বাড়িতে ফিরছিলেন। ফিরে আসার সময় বিনগ্রাম নামক স্থানে পৌঁছালে আয়েশা মোটরসাইকেল থেকে পড়ে আহত হন। 

তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি