ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাছের ডাল পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৫, ২০ আগস্ট ২০২২

বাগেরহাটের মোরেলগঞ্জে মাথায় গাছের ডাল পড়ে রুবেল শিকদার (৯) নামের ৩য় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
 

শনিবার (২০ আগস্ট) সকালে উপজেলার ঘোষিয়াখালী গ্রামে বাবুল মৃধার বাড়িতে গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল শিকদার ঘোষিয়াখালী গ্রামের সুমন শিকদারের ছেলে। সুমন পরিবারসহ বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় বসবাস করেন। সে স্থানীয় হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পরিবারের সাথে নানাবাড়ি বেড়াতে যায় রুবেল। শনিবার সকালে প্রতিবেশি বাবুল মৃধার বাড়িতে গাছ কাটা দেখছিল সে। এসময় হঠাৎ একটি ডাল ছিটকে রুবেলের মাথায় পড়ে। হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।

বাগেরহাট জেলা হাসপাতালের তত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, সকালে মৃত অবস্থায় ৯ বছর বয়সী রুবেল শিকদার নামের একটি শিশুকে হাসপাতালে আনা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি