ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

নোয়াখালীতে চাঁদার দাবিতে হামলা, ভাঙ্গচুর ও লুটপাট

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ২০ আগস্ট ২০২২

নোয়াখালী বেগমগঞ্জে চাঁদার দাবিতে নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ হানিফের বাড়িসহ এলাকার দোকানপাটে সশস্ত্র হামলা ও লুটপাট চালিয়েছে আহসান বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৯ আগস্ট) দিনভর থেমে থেমে দুইশ’ সন্ত্রাসী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এসময়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে আতঙ্ক ছড়ানো হয়। বাড়ির মহিলাদের লাঞ্ছিত করে বলেও জানান ভুক্তভোগীরা।

জানা যায়, স্থানীয় ইউপি সদস্য হানিফের কাছে বাড়ির কাজ করতে চাঁদা চায় কল্লা আহসান বাহিনীর সদস্যরা। হানিফ মেম্বার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাড়ির কাজ বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। এরপর হামলা করা হয় তার গ্রামের দোকানপাট ও বসত বাড়িতে।

এসময় হামলায় অস্ত্রসহ অংশ নেয় কল্লা বাহিনীর সদস্য আজাদ হোসেন, আবুল কাশেম, সবুজ, নুর আলম, ফরহাদসহ শতাধিক সদস্য।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি