ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৩ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ২০ আগস্ট ২০২২ | আপডেট: ২১:২৬, ২০ আগস্ট ২০২২

বঙ্গোপসাগরে একদিনে ১৬টি মাছধরা ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ৩৩ জনকে জীবিত উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২০০ জন।

শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এই ট্রলারগুলো ডুবে যায়।

দুর্ঘটনা থেকে উদ্ধারকৃত জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পরে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে ৩৩ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন অন্তত ২০০ জন। 

উদ্ধার হওয়া জেলেরা কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স, মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর নিখোঁজদের সন্ধানে সাগরে অভিযান চালাচ্ছে নৌবাহিনী ও  কোস্টগার্ডের সদস্যরা।

এদিকে আবহাওয়ার খারাপ থাকায় সহস্রাধিক মাছধরা ট্রলার মহিপুর-আলীপুর সংলগ্ন শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

এমএম//এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি