ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সড়কের পাশে খাদে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ২১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশের খাদ থেকে অজ্ঞাত (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বৈশামুড়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, সকালে সড়কের পাশে খাদে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহটির মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ডান পাশে বগলের নিচে দাগ রয়েছে। তাকে হত্যার পর ফেলে দেওয়া হয়েছে নাকি অন্য কিছু তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি