ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুয়াকাটা সৈকতে আবারও পর্যটক নিখোঁজ

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৪, ২২ আগস্ট ২০২২

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সবুজ (২৭) নামের আরও এক পর্যটক নিখোঁজ হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইটেল কোম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রুপ বগুড়া থেকে সোমবার সকালে কুয়াকাটায় ভ্রমণে আসেন। স্থানীয় একটি আবাসিক হোটেলে উঠে দুপুর দুইটার দিকে তাদের মধ্যে দুই সহকর্মীকে নিয়ে সবুজ সমুদ্রে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে তারা তিনজনই সাগরের মধ্যে ভেসে যায়। সাঁতার না জানা ওই পর্যটকদের ডুবে যেতে দেখে স্থানীয় ওয়াটার বাইক চালকরা দু’জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সবুজ নিখোঁজ থাকে। 

সঙ্গে থাকা সহকর্মী আসিফ ও ওয়ালিদ জানান, সবুজসহ তারা কেউ সাঁতার জানতেন না। শরিয়তপুর জেলার শাহজাহানপুর এলাকায় তার বাসা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার বিকেলে উদ্ধার অভিযানে ছিল ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

কুয়াকাট ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, নিখোঁজ পর্যটক সবুজকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি ট্যুরিষ্ট পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, এর আগে রোববার দুপুরে একই স্থানে পারভেজ নামে আরও এক পর্যটক নিখোঁজ হবার তিন ঘন্টা পর উদ্ধার হয়।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি