ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মাটি চাপায় নিহত চা শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩০, ২৩ আগস্ট ২০২২

শ্রীমঙ্গলে মাটি চাপায় নিহত চা শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে আরডিআরএস বাংলাদেশ।

সোমবার বিকালে কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে নিহতের পরিবারের কাছে টাকা তুলে দেন আরডিআরএস বাংলাদেশের ক্ষুদ্রঋণ কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আলাউল আলম।

এসময়ে ব্যবস্থাপক সাহেব আলী ও সিনিয়র প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার এবং কালিঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আব্দুস সাত্তারসহ বাগানের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ১৯ অগাস্ট শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানে পাহাড় ধসে চারজন চা শ্রমিক নিহত হন। তাদের মধ্যে নিহত রাধামনি মাহালী আরডিআরএস বাংলাদেশ থেকে ঋণ নিয়েছিলেন।

বেসরকারি সংস্থা আরডিআরএস সিনিয়র প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার জানান, তাদের সংস্থা হতে উত্তোলনকৃত লোনের টাকা মওকুফ করা হয়েছে, সেই সঙ্গে তার পরিবারকে আরও ১০ হাজার টাকা সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি