ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক
প্রকাশিত : ১২:৪৩, ২৩ আগস্ট ২০২২
ভোলার লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এসময় জলদস্যুদের কাছ থেকে বগি দাঁ, ছোরা, ও করাতসহ ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
সোমবার (২২ আগস্ট) রাতে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল এলাকায় ১২ জনের একটি জলদস্যুর দল দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় জেলেদের ট্রলারের মাছ ও জালসহ অন্যান্য সরঞ্জাম ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল।
ওই সময় জেলেরা ডাকচিৎকার করলে অন্যা জেলেরা ছুটে এসে চারদিকে ঘিরে ফেলে ৬ ডাকাতকে আটক করে। বাকী ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
ধৃত ডাকাতরা হলেন শাকিল, ধলু মিয়া, সোহাগ, রাকিব, রাকিব মিয়া ও মানিক।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ডাকাতদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন