ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় নতুন পুলিশ সুপারের মতবিনিময় সভা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ২৩ আগস্ট ২০২২

কুমিল্লা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আব্দুল মান্নান বিপিএম (বার)। মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এর আগে সোমবার তিনি কুমিল্লায় যোগদান করেন।

এ সময় তিনি বলেন, কিশোর গ্যাং ও মাদক নির্মূলে পুলিশ কঠোর ভূমিকা পালন করবে। সেই সাথে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।  

গত ৩ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কুমিল্লার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেয়া হয়। একই আদেশে দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়।

কুমিল্লার সদ্য সাবেক পুলিশ সুপার ফারুক আহমেদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় জেলার নতুন পুলিশ সুপার হিসেবে সোমবার আব্দুল মান্নান কুমিল্লায় যোগদান করেন।

নতুন পুলিশ সুপার আব্দুল মান্নান এর আগে ঢাকা মেট্রোপলিটন ডিএমপিতে কর্মরত ছিলেন। তার জন্মস্থান গাজীপুর জেলার জয়দেবপুরে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি