রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত
প্রকাশিত : ১৫:০০, ২৩ আগস্ট ২০২২ | আপডেট: ১৫:০৮, ২৩ আগস্ট ২০২২
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার।
মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দূত নোয়েলিন ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নিয়ে উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পে পৌঁছান।
এরপর দুপুর ১২টার দিকে তিনি কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে এসে শরণার্থীদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।
এ প্রসঙ্গে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে নোয়েলিন হেজার ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইং-এর চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
আগামীকাল বুধবার সকালে কক্সবাজার শহরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ সরকারের শরণার্থী ব্যবস্হাপনায় নিয়োজিত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিবেন।
আরএমএ/এএইচ
আরও পড়ুন