ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে নতুন পুলিশ সুপারের যোগদান

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ২৩ আগস্ট ২০২২ | আপডেট: ১৫:৩০, ২৩ আগস্ট ২০২২

জয়পুরহাট জেলার নতুন পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ নূরে আলম। তিনি ২৫তম বিসিএস পুলিশ সার্ভিসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগ লাভ করেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে নতুন পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করা হয়।

কর্মজীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে সদর সার্কেল রাঙ্গামাটি, কলাপাড়া সার্কেল পটুয়াখালী, শিবালয় সার্কেল মানিকগঞ্জ, সহকারী পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে সিলেট মেট্টোপলিটন পুলিশ, কমান্ডার হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশে দায়িত্ব পালন করেন। 

সর্বশেষ দায়িত্ব পালন করেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) গাজীপুর মেট্রোপলিটনে।

ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি