ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণ, অভিযুক্ত গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২২, ২৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নরসিংদীর রায়পুরা থেকে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত অপহরণকারী জীবন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (২৪ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। এর আগে মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাকে কেন্দ্র করে গত রোববার বিকালে রায়পুরার লোচনপুর এলাকা থেকে অপহরণ করা হয় স্কুল শিক্ষার্থীকে। শিক্ষার্থীর বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ থেকে ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক জীবন মিয়াকে। 

গ্রেপ্তারকৃত জীবন মিয়া (১৯) রায়পুরার অলিপুরা ইউনিয়নের স্বপন মিয়ার ছেলে। এ ঘটনায় অপর অজ্ঞাত চার অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি