ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে যুবককে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২৪ আগস্ট ২০২২

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুহিন নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকার একটি ফার্নিচার দোকান থেকে সোনারগাঁ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

নিহত মো. তুহিন চেঙ্গাকান্দি এলাকার নুরুল হুদার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, কাজ শেষে রাতে তুহিন দোকানেই ঘুমাতো। মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বাড়ি থেকে খাবার খেয়ে সে দোকানে ঘুমাতে যায। বুধবার সকাল সাড়ে নয়টায় দোকান খুললে দেখা যায় মেঝেতে তার লাশ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনদের অভিযোগ, দোকানের পাশে থাকা হিরাঝিম আবাসিক হোটেলে মাদক বিক্রির প্রতিবাদ করায় তাদের সাথে পূর্ব বিরোধ ছিল। এর জেরে তুহিনকে হত্যা করা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, ভোরের কোন এক সময় তুহিনকে হত্যা করা হয়েছে। নিহতের দুই গালে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি