ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৭, ২৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইজাহারের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবাবর দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। 

এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ওই নারী ও তার সন্তানকে হত্যার দায়ে আরেকটি মামলায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, আড়াইহাজার উপজেলার অস্তিআন্দি গ্রামের মো. বাবুল হোসেন ও একই এলাকার আবুল কাশেম।

আদালত পুলিশের পরিদশক আসাদুজ্জামান জানান, ২০১১ সালের ৫ মার্চ রাত আটটার দিকে উজিরপুর ইউনিয়নের দড়িগাঁও পুরাতন কবরস্থান এলাকায় একটি মাটির গর্তে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় হত্যা মামলা করে পুলিশ। পরে ময়নাতদন্তের পর ধর্ষণের সতত্যা পাওয়া গেলে আরেকটি মামলা হয়। হত্যা মামলায় আদালত আগেই তাদের মৃত্যুদন্ডের দিয়েছিলেন। আজ সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি