ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নাটোরে ট্রেনে কাটা পরে নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৫, ২৫ আগস্ট ২০২২

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক প্রতিবন্ধি নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৩টায় উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের ১ কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনা ঘটে। 

মাধনগর রেলওয়ের স্টেশন মাস্টার উজ্জ্বল আলী জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৩০ বছর। 

তিনি আরও জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর-বীরকুৎসা রেল স্টেশনের মাঝে ছোট ব্রীজ এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত ওই নারী এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়দের কাছে দুর্ঘটনার সংবাদে পেয়ে বৃহস্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মানুষিক ভারসাম্যহীন ওই নারী স্টেশন এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছিলেন।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি