ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ২৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২ জন। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কের পুরাতন শুভেচ্ছা কোচিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশা চালক আইয়ুব আলী (৫০) রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নের খুনিয়াটারী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের সঙ্গে রাজারহাটগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অটোচালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি